এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি: জাকের

গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী, ক্রিকফ্রেঞ্জি
এশিয়া কাপ ২০২৫-এর আগে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক। দেশ ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং চোখ রেখেছে শিরোপার দিকেই।

promotional_ad

এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে পারলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।


আরো পড়ুন

একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স

১২ জুলাই ২৫
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জাকের বলেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।'


promotional_ad

তিনি আরও বলেন, প্রতিটি ম্যাচ ধাপে ধাপে খেলে এগোনোর পরিকল্পনা রয়েছে তাদের। তার মতে, ধারাবাহিক পারফরম্যান্সই মূল চাবিকাঠি, 'প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এরজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।' বলেন জাকের।


আরো পড়ুন

আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

সবমিলিয়ে মূল লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। এই লক্ষ্যের পেছনে দলের মানসিক প্রস্তুতিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। জাকের বলেন, 'আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।'


প্রস্তুতির প্রসঙ্গে তিনি ব্যাটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করেন। উডের নতুন কৌশল এবং টেকনিক দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে জানান জাকের। নেদারল্যান্ডস সিরিজের আগে লম্বা সময় ধরে উডের অধীনে ছিল বাংলাদেশ দল।


'জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলা খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলা শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলা, তো এই সুইংগুলা অবশ্যই কাজে দেবে। তো, ভালো, ভালো সময় পার করেছি আমরা', বলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball