বিসিবির নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ

বাংলাদেশ
বিসিবির নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তি তিন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করেছে বিসিবি। দায়িত্ব বুঝে নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেই সভা শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদিন ফাহিম নিশ্চিত করেছিলেন বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হবে।

কয়েক দিনের ব্যবধানেই নির্বাচন কমিশন গঠন করে তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। নির্বাচন কমিশনে তাঁর সঙ্গে থাকবেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনে অংশ নেবেন কাউন্সিলররা। যেখানে ক্যাটাগরি-ওয়ানে ক্লাব থেকে ১২ জন, ক্যাটাগরি-টুতে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন এবং ক্যাটাগরি-থ্রি থেকে আসবেন একজন। যেখানে সাবেক অধিনায়কদের নির্বাচনের সুযোগ থাকে।

এসবের বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালককে সুযোগ দেয়া হয়। সেই ২৫ জনের ভোটেই পরবর্তীতে বিসিবির সভাপতি চূড়ান্ত করা হয়। এখন পর্যন্ত তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যেই জমে উঠতে শুরু করেছে বিসিবির নির্বাচন। ফারুক আহমেদকে সরিয়ে সভাপতির দায়িত্ব দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার জন্য দায়িত্ব নিলেও পরবর্তীতে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তাঁর সঙ্গে সভাপতি পদে লড়াই হবে তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন।

আরো পড়ুন: বিসিবি