বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মিঠুন

বাংলাদেশ
বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মিঠুন
নির্বাচিত হওয়ার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত মিঠুন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। ক্রিকেটারদের এই সংগঠনের নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল বেশ অনেকদিনের। কোয়াবের কেন্দ্রীয় কমিটিতে অনেক সাবেক ক্রিকেটারকে দেখা যেত আগে। ফলে তারা বর্তমান ক্রিকেটারদের সুযোগ সুবিধা থেকে শুরু করে ক্রিকেটারদের স্বার্থ কোনোটাই রক্ষা করতে পারেননি তারা।

ফলে ভোগান্তিতে পড়তে হতো ক্রিকেটারদের। এবার বর্তমান ক্রিকেটাররাই কোয়াবের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে চলেছেন। যদিও ১১টি পদের মধ্যে ১০টিতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একজন করে প্রার্থী মনোনয়ন তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বেশিরভাগ প্রার্থী। ফলে নির্বাচনের আসল লড়াইটা হয়েছে কেবল সভাপতি পদে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। সেলিম শাহেদকে ১২০ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন।

মিঠুন পেয়েছেন ১৫৪ ভোট। সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি। দুটি ব্যালট বাতিল হয়েছে। কেন্দ্রে এসে ১৬০ জন ক্রিকেটার ভোট দিয়েছেন। আর অনলাইনে ১৩০ ক্রিকেটার নিজেদের ভোট দিয়েছেন। সব মিলিয়ে ২১৫ জন ক্রিকেটারের ভোটাধিকার ছিল। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯০ জন।

এদিন কোয়াবের নির্বাচন ঘিরে মিরপুরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আনাগোনায় মুখোর। ভোট দিতে এসেছেন তামিম ইকবাল-নুরুল হাসান সোহান থেকে শুরু করেন অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটার। কোয়াবের নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

আরো পড়ুন: মোহাম্মদ মিঠুন