‘আমি ইংল্যান্ডে নই, মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছি’

ফাইল ছবি
গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে লিটন দাসরা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এশিয়া কাপ খেলতে। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগষ্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। সবাই যখন মিরপুরে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত তখন নিজের ফেসবুকে পেজে ইংল্যান্ড ভ্রমণের কয়েকটি ছবি আপলোড করেন তাওহীদ হৃদয়।

promotional_ad

ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবে ১০ আগষ্ট গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামেও গিয়েছিলেন ক্রিকেটাররা। বেশিরভাগ ক্রিকেটার থাকলেও সেখানে ছিলেন না হৃদয়। পরবর্তীতে জানা যায়, বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে কয়েক দিনের মধ্যে গুঞ্জন উঠে চুলের চিকিৎসা করাতে বিসিবি থেকে ছুটি নিয়ে তুরস্কে গিয়েছেন ডানহাতি এই ব্যাটার। চুলের সমস্যা সমাধান করে ২০ আগষ্ট সিলেট পর্বের ক্যাম্পে যোগ দেবেন তিনি।


আরো পড়ুন

‘হৃদয় আর লিটনের ইনিংসটা খুব দরকার ছিল’

১৪ জুলাই ২৫
জুটির পথে শামীম পাটোয়ারী ও লিটন দাস

যদিও চুলের চিকিৎসার জন্য তুরস্কে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত খেলা এই ব্যাটার জানান, ইংল্যান্ড থেকে ফিরে বর্তমানে সিরাজগঞ্জের এনায়েতপুরে আছেন। যেখানে ক্যান্সারে আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন।


promotional_ad



আরো পড়ুন

বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

১০ ঘন্টা আগে
ফাইল ছবি

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন…।’


‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball