সোহান-নাইমদের খেলা সম্প্রচার করবে টি-স্পোর্টস

ছবি: নুরুল হাসান সোহান, ফাইল ফটো

গত বছর (২০২৪) এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় দলটি। এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছে ‘এ’ দল।
হল্টের সেঞ্চুরিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপা জিতল পার্থ স্কোচার্স
২৪ আগস্ট ২৫
দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নিজেদের মধ্যে গা গরমের ম্যাচে অংশ নেয় বাংলাদেশ 'এ' দল এবং বাংলাদেশ এইচপি'র ক্রিকেটাররা।

এই সিরিজের সেরা পারফর্মারদের নিয়েই মূলত এই দলটি গঠন করা হয়। এরপর গত ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ত্যাগ করে সোহানের দল। তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের 'এ' দল বা পাকিস্তান শাহীন্সকে।
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
৩০ আগস্ট ২৫
বিষয়টি আগেই নিশ্চিত করেছিল নর্দার্ন টেরিটরি ক্রিকেট। পাকিস্তান শাহীন্স এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে এই আসরে। ২০২৩ ও ২০২৪ সালের পর এবার ২০২৫ সালেও মাঠে নামবে তারা।
এদিকে টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল এবং পাকিস্তান শাহীন্স। আগামী ১৪ আগস্ট, সন্ধ্যা ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ 'এ' স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।