সোহান-নাইমদের খেলা সম্প্রচার করবে টি-স্পোর্টস

নুরুল হাসান সোহান, ফাইল ফটো
অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজে বাংলাদেশ 'এ' দলের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া সেভেন প্লাস স্পোর্টসের মাধ্যমে খেলাটি লাইভ দেখা যাবে।

promotional_ad

গত বছর (২০২৪) এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় দলটি। এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছে ‘এ’ দল।


আরো পড়ুন

হল্টের সেঞ্চুরিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপা জিতল পার্থ স্কোচার্স

২৪ আগস্ট ২৫
ব্যাক্সটার হল্ট, ফাইল ফটো

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নিজেদের মধ্যে গা গরমের ম্যাচে অংশ নেয় বাংলাদেশ 'এ' দল এবং বাংলাদেশ এইচপি'র ক্রিকেটাররা।


promotional_ad

এই সিরিজের সেরা পারফর্মারদের নিয়েই মূলত এই দলটি গঠন করা হয়। এরপর গত ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ত্যাগ করে সোহানের দল। তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের 'এ' দল বা পাকিস্তান শাহীন্সকে।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

৩০ আগস্ট ২৫
৩৬ রান আসে ইয়াসির আলীর ব্যাটে, ফাইল ফটো

বিষয়টি আগেই নিশ্চিত করেছিল নর্দার্ন টেরিটরি ক্রিকেট। পাকিস্তান শাহীন্স এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে এই আসরে। ২০২৩ ও ২০২৪ সালের পর এবার ২০২৫ সালেও মাঠে নামবে তারা।


এদিকে টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল এবং পাকিস্তান শাহীন্স। আগামী ১৪ আগস্ট, সন্ধ্যা ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ 'এ' স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball