
হল্টের সেঞ্চুরিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপা জিতল পার্থ স্কোচার্স
ব্যাক্সটার হল্টের সেঞ্চুরি এবং তেগু উইলির হাফ সেঞ্চুরিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীকে ১৫ রানে হারিয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে শিরোপা জিতেছে পার্থ স্কোচার্স একাডেমী।