১০ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন

ছবি: ব্যাটিংয়ের সময় লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। এবার সিরিজ শেষে লিটন জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে সিরিজ জয়ে। যেকোনো দিন ৮৩ রানের জয় টি-টোয়েন্টিতে অনেক বড় অর্জন বলেও মনে করেন তিনি।
কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন
৪ ঘন্টা আগে
লিটন বলেছেন, 'দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনো দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।'

মেহেদী আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে: আসালাঙ্কা
৫ ঘন্টা আগে
আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটনকে এই ইনিংসটি স্বস্তি ফিরিয়েছে। সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস খেলেছেন লিটন। জানিয়েছেন গত ১০ বছরেই আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না তার।
তিনি বলেন, 'বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি বিশ্বাসের কখনোই কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে খুদা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে\ পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার দ্বিতীয় টি-টোয়েন্টিটা।'