১০ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন

ব্যাটিংয়ের সময় লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

promotional_ad

দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। এবার সিরিজ শেষে লিটন জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে সিরিজ জয়ে। যেকোনো দিন ৮৩ রানের জয় টি-টোয়েন্টিতে অনেক বড় অর্জন বলেও মনে করেন তিনি।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

লিটন বলেছেন, 'দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনো দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।'


promotional_ad



আরো পড়ুন

মেহেদী আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে: আসালাঙ্কা

৫ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর শেখ মেহেদীর উদযাপন

আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটনকে এই ইনিংসটি স্বস্তি ফিরিয়েছে। সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস খেলেছেন লিটন। জানিয়েছেন গত ১০ বছরেই আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না তার।


তিনি বলেন, 'বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি বিশ্বাসের কখনোই কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে খুদা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে\ পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার দ্বিতীয় টি-টোয়েন্টিটা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball