টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল পাকিস্তান
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল।

promotional_ad

অধিনায়ক সালমান আঘা ও তার সঙ্গী কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ করাচি-দুবাই হয়ে পৌঁছেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দলের বাকি সদস্যদের আসার কথা রয়েছে আজ বিকেলেই।


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এদিকে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে আজ তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের দল। সিরিজটি বর্তমানে ১-১ ব্যবধানে সমতায়। এই সিরিজ শেষ করে বাংলাদেশে ফিরবে লিটনবাহিনী।


promotional_ad

এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফ।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

৬ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

বাবর, আফ্রিদি, রিজওয়ানরা বিশ্রামে থাকা এই সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সালমান আঘা। শাদাব এবং রউফরা এই সিরিজে খেলতে পারবেন না ইনজুরির জন্য। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই।


সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরে যাবে পাকিস্তান দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।


সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball