সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছে বাংলাদেশ। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন। পারফর্ম করছেন ব্যাটে-বলে।

promotional_ad

শেষদিকে নেমে ব্যাট হাতে দলের প্রয়োজনে রান যোগ করার পাশাপাশি বল হাতে নিয়মিত নিচ্ছেন উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও তার ব্যাটে ঝলক দেখা গেছে। দ্বিতীয় ওয়ানডেতে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের লড়াইয়ের সংগ্রহে দারুণ অবদান রেখেছিলেন তিনি।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

২৫ জুলাই ২৫
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

একই ভাবনাতে টি-টোয়েন্টি সিরিজে দলে নেয়া হয়েছে আরেক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। দীর্ঘদিনের বিরতির পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তার কাছেও দলের প্রত্যাশা থাকবে ব্যাটে-বলে পারফর্মের। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।


promotional_ad

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবেকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।'


আরো পড়ুন

তাসকিন ইস্যুতে উদ্বিগ্ন হয়ে কর্মশালার আয়োজন করছে বিসিবি

২ ঘন্টা আগে
তাসকিন আহমেদ, ফাইল ফটো

তিনি আরও যোগ করেন, 'তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কি করতে পারে।'


এদিকে বাজে ফর্মের কারণে নিয়মিত সমালোচনা হচ্ছে লিটনকে নিয়ে। ওয়ানডে সিরিজে তার অন্তর্ভূক্তি নিয়েও বড় প্রশ্ন ছিল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর বাকি দুই ওয়ানডেতে খেলানো হয়নি তাকে। লিটন তাই একাদশে না থাকানিয়ে সরল স্বীকারোক্তি দিয়েছেন।


টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball