আমরা জানি মুস্তাফিজ কতটা বিপজ্জনক হতে পারে: আসালাঙ্কা

ছবি: সংবাদ সম্মেলনে চারিথ আসালাঙ্কা, ক্রিকফ্রেঞ্জি

তারা যে সেই হারের বদলা নিতে মরিয়া সেটাও বোঝা গেছে লঙ্কান অধিনায়কের কথায়। তবে সিরিজটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তারা। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মনে করছে শ্রীলঙ্কা। তাই অন্যসব সিরিজের মতোই এই সিরিজেও নিজেদের সেরাটা দিতে চান লঙ্কান অধিনায়ক।
অনুশীলনে নেই রিশাদ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
৩ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেছেন, 'প্রতিটি দল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ একটি কঠিন দল, কারণ তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে এবং সর্বশেষ সিরিজেও। যা আমরা বাংলাদেশে খেলেছিলাম বাংলাদেশ সিরিজ জিতেছিল এবং এটি আমাদের জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হতে যাচ্ছে ঘরের মাঠের সিরিজে।'
এই সিরিজে বাংলাদেশ দল পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ দলের বড় তারকা মুস্তাফিজুর রহমানই। তাকে নিয়ে শ্রীলঙ্কার স্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আসালাঙ্কা। মুস্তাফিজ নিজের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

বিগ ব্যাশের ড্রাফটে মুস্তাফিজসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার
১৭ জুন ২৫
আসালাঙ্কা বলেন, 'মুস্তাফিজুর একজন দুর্দান্ত বোলার, এবং সে এটা প্রমাণ করেছেন, আমি মনে করি অতীতে সে বাংলাদেশের জন্য অনেক ভালো পারফরম্যান্স করেছে এবং আমি মনে করি, আমাদের তার বিরুদ্ধে পরিষ্কার পরিকল্পনা রয়েছে কারণ আমি জানি সে বিপজ্জনক হতে পারে।'
বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ হয়েছে গল ও কলম্বোতে। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ কলম্বোতে। আর সিরিজের শেষ ম্যাচ পাল্লেকেলেতে। আসালাঙ্কা মনে করেন প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিন বান্ধব হলেও এবার ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পেতে পারেন।
উইকেট নিয়ে ধোঁয়াশা রেখে আসালাঙ্কা বলেছেন, 'আমার মনে হয় সাধারণভাবে প্রেমাদাসা স্পিনবান্ধব মাঠ। আমি বলতে চাই এই ম্যাচটি এমন একটি ভাল মাঠে হবে, যা স্পিনবান্ধব নয়। এটা ব্যাটসম্যানদের জন্য ভাল হবে। আমি নিশ্চিত নই, কাল দেখা যাবে।'
এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তার অধিনায়কত্ব নিয়ে ধারণা না থাকলেও মিরাজের পারফরম্যান্স অজানা নয় আসালাঙ্কার। তিনি মিরাজের প্রশংসা করে বলেছেন, 'খেলোয়াড় হিসেবে সে কেমন আমি সেই উত্তর দেব। আমি বলতে পারি, মেহেদী হাসান অসাধারণ একজন ক্রিকেটার। তিনি একজন ভালো বোলার এবং একজন ভালো ব্যাটসম্যান। তবে তার অধিনায়কত্ব সম্পর্কে আমি কিছু জানি না।'