ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নামল বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নামল বাংলাদেশ, ফাইল ফটো
একের পর এক ম্যাচ হার, আর এর প্রতিফলন পড়ল আইসিসির র‍্যাঙ্কিংয়েও। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরো এক ধাপ নিচে নেমে গেছে লাল-সবুজের দল। দশ নম্বরে নেমে দলটি জায়গা করে নিয়েছে র‍্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলোর কাতারে।

promotional_ad

ওয়ানডের হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও পিছিয়েছে বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়—বাংলাদেশ আছে নবম স্থানে। সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতার চিত্র যেন স্পষ্ট হয়ে উঠছে এবারের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

২৭ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচে হারের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৫। ২২৫ থেকে নেমে হয়েছে ২২০। আর তাতেই ২২৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। বাংলাদেশের পরেই আছে আয়ারল্যান্ড, তাদের পয়েন্ট ২০২।


promotional_ad

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, যাদের রেটিং ২৭১। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), সাউথ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। পাকিস্তান আছে আগের মতোই আট নম্বরে, তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

১২ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারানো সংযুক্ত আরব আমিরাত আছে র‍্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে। তবে এবার তাদের প্রাপ্তি ৪টি রেটিং পয়েন্ট, যা তাদের অবস্থান আরও শক্ত করেছে। বর্তমানে আরব আমিরাতের পয়েন্ট ১৮৩।


অথচ ২০১২ সালে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জয়ের পর তারা ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এমনকি ভারতকেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball