promotional_ad

বাংলাদেশ সিরিজ শেষ ওয়াসিমের, বদলি আব্বাস আফ্রিদি

আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, (ফাইল ফটো)
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, চোটের কারণে ওয়াসিম এই সিরিজে খেলতে পারছেন না।

promotional_ad

পিসিবি জানায়, সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গেল আসরে খেলার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী ওয়াসিম। নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সেরে না ওঠায় তাকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।


চিকিৎসকরা ওয়াসিমকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এই পরিস্থিতিতে তাকে দলে রাখা সম্ভব হয়নি।


ওয়াসিমের জায়গায় দলে যুক্ত করা হয়েছে আব্বাস আফ্রিদিকে। পিএসএলের সর্বশেষ আসরে তিনি ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি ছিলেন যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার বোলিং গড় ছিল ২৩.৫২, যা নির্বাচকদের নজর কেড়েছে।


promotional_ad



পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন আব্বাস আফ্রিদি। অভিষেকের পর এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২০টি টি-টোয়েন্টি খেলে ৩৩টি উইকেট নিয়েছেন এই তরুণ পেসার।


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে আজ (২৮ মে)। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball