promotional_ad

পাকিস্তান-বাংলাদেশ সিরিজেও থাকছে না ডিআরএস

ফাইল ছবি
টেকনিক্যাল স্টাফ না থাকায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষাংশ ব্যবহার করা হয়নি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। একই কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকছে না ডিআরএস। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে চলতি মাসের শুরুতে স্থগিত করা হয় পিএসএল। দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও মাঠে গড়ায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। ৭ মে পিএসএল স্থগিত হলে যার যার দেশে ফেরেন প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল। টুর্নামেন্ট শুরু হলেও পাকিস্তানে ফেরেননি তাদের কেউই।


আরো পড়ুন

বিশ্বাস আছে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

৩ ঘন্টা আগে
পিসিবি

এমন অবস্থায় পিএসএল পুনরায় হলেও ম্যাচে ছিল ডিআরএসের ব্যবহার। যদিও ৭ মে’র আগ পর্যন্ত সব ম্যাচেই ব্যহার করা হয়েছে ডিআরএস। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরুর আগেও ফেরেননি ডিআরএসের সঙ্গে সম্পৃক্ত সদস্যরা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ব্যবহার করা হচ্ছে না ডিআরএস। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।


promotional_ad



আরো পড়ুন

লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান

২ ঘন্টা আগে
পাকিস্তান অধিনায়ক আঘা সালমান

এমন অবস্থায় বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। সবচেয়ে ভালো খবর পিএসএলের শেষাংশে ডিআরএস না থাকলেও বিতর্কিত কোন ঘটনা ঘটেনি। ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ও পাকিস্তান দলকে অবহিত করেছে পিসিবি।


প্রাথমিকভাবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে দুই দেশের বোর্ডের চাওয়ায় সেটি নামিয়ে আনা হয় তিন ম্যাচে। এদিকে ২৫ মে সিরিজ শুরুর কথা থাকলেও পিএসএল পিছিয়ে যাওয়ায় ২৮ মে থেকে মাঠে গড়াচ্ছে সিরিজটি। বাকি দুই ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball