সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ

সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল, রিশাদ হোসেনের ফেসবুক থেকে নেয়া ছবি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ১০ ক্রিকেটার। ক্যাপ্টেন লিটন দাস সহ বাকি ক্রিকেটাররা রওনা হবেন বুধবার সন্ধ্যায়।

promotional_ad

সবার প্রথমে বিমানবন্দরে এসেছেন জাকের। পাকিস্তান সিরিজের আগে শারজায় ভালো করার প্রত্যয় উইকেট কিপারের। একই গাড়িতে করে মিরপুর থেকে একযোগে বিমানবন্দরে এসেছেন জাতীয় দলের সাত ক্রিকেটার। একে একে আসেন কোচিং স্টাফের সদস্যরাও।


আরো পড়ুন

৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে

৯ ঘন্টা আগে
এশিয়া কাপ শিরোপা

এদের মধ্যে আছেন হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। আল্লাহর উপর ভরসা রেখেই বাংলাদেশ ছাড়েন পেসার হাসান মাহমুদ। গণমাধ্যমকে তিনি বলেন, 'ইনশাআল্লাহ সিরিজ জিতে আসব।'


এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনভাবে অধিনায়কত্ব দেয়া হয় লিটন দাসকে। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় শেখ মেহেদীকে।


promotional_ad



আরো পড়ুন

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

৭ ঘন্টা আগে
এশিয়া কাপ

১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯ মে। দুটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


এরপর অবশ্য বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। যদিও সফরটি এখনো অনিশ্চিত। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ার জোরালো সম্ভাবনা আছে।


পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ২৫ জুন। তবে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার শুরু করতে গিয়ে, আসরের ফাইনালের সূচি পড়েছে ২৫ জুন। এ কারণে একটু পিছিয়েই শুরু হওয়ার কথা সিরিজটির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball