সবার প্রথমে বিমানবন্দরে এসেছেন জাকের। পাকিস্তান সিরিজের আগে শারজায় ভালো করার প্রত্যয় উইকেট কিপারের। একই গাড়িতে করে মিরপুর থেকে একযোগে বিমানবন্দরে এসেছেন জাতীয় দলের সাত ক্রিকেটার। একে একে আসেন কোচিং স্টাফের সদস্যরাও।
এদের মধ্যে আছেন হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। আল্লাহর উপর ভরসা রেখেই বাংলাদেশ ছাড়েন পেসার হাসান মাহমুদ। গণমাধ্যমকে তিনি বলেন, 'ইনশাআল্লাহ সিরিজ জিতে আসব।'
এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনভাবে অধিনায়কত্ব দেয়া হয় লিটন দাসকে। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় শেখ মেহেদীকে।
১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৯ মে। দুটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর অবশ্য বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। যদিও সফরটি এখনো অনিশ্চিত। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ার জোরালো সম্ভাবনা আছে।
পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ২৫ জুন। তবে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার শুরু করতে গিয়ে, আসরের ফাইনালের সূচি পড়েছে ২৫ জুন। এ কারণে একটু পিছিয়েই শুরু হওয়ার কথা সিরিজটির।