promotional_ad

বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে অন্যতম নুরুল হাসান সোহান। ২০ ওভারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়মিত পারফর্ম করে আলোচনায় আছেন তিনি। এবার 'এ' দলের হয়ে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে।

promotional_ad

এই সিরিজকে অনেকেই জাতীয় দলে ফেরার লাইফ লাইন মনে করছেন। সোহানের জন্যও এটা বড় সুযোগ হতে পারে। বাংলাদেশের হয়ে অন্য দুই ফরম্যাটের চেয়ে ওয়ানডেতেই সোহানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৫ ওয়ানডেতে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান। এরপরও দলের কম্বিনেশনের কারণে সুযোগ হয়নি তার।


আরো পড়ুন

৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ‘এ’ দল

২ মে ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে আরো আগেই অভিষেক হয়েছে নিক কেলি (বামে) ও রিস মাইরুর (ডানে), ফাইল ফটো

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ সোহান খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৬৪ ম্যাচ। তবে দলে থিতু হতে পারেননি তিনি। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই উইকেটরক্ষক এই ব্যাটারের। তিনি মনে করেন ক্রিকেটে ভালো সময় খারাপ সময় থাকেই। সামনেও সুযোগ পেলে বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চান।


promotional_ad

সোহান 'এ' দলের সিরিজের আগে গণমাধ্যমকে বলেছেন, ‘দেখুন আমার কাছে মনে হয় মানুষভেদে অনেক রকম পার্থক্য দেখা দেয়। এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ থাকে না। তবে অবশ্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’


আরো পড়ুন

‘আমরা এখানে শিখতে আসিনি’, ‘এ’ দলের সিরিজের আগে সোহান

৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগটা স্বপ্নের মতো কেটেছে সোহানের। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ১১ ম্যাচে ৫২২ রান করেছেন তিনি। ৫৮ গড়ে পুরো টুর্নামেন্টে রান করেছেন তিনি। স্ট্রাইক রেটও সমীহজাগানিয়া ৯৩.৫৫। টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এরমধ্যে একটি ১৩২ ইনিংস খেলেছেন সোহান যা তার ক্যারিয়ার সেরাও।


এর আগে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ১৮২ রান করেন সোহান। ২০.২২ গড়ে। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৪ বলে ৪১, ফরচুন বরিশালের বিপক্ষে ৭ বলে ৩২। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন। যা তার মারকুটে ব্যাটিংয়ের দক্ষতাই প্রমাণ করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball