বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আপাতত বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৫ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।

এদিকে এই সিরিজের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

এই সিরিজ খেলার জন্য আগামী ২১ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর একদিন পরই শুরু হবে এই দলের প্রথম ম্যাচটি।

এই সিরিজে এফটিপি অনুযায়ী তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যদিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে বিসিবি ও পিসিবি ওয়ানডে বাদ দিয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন: বাংলাদেশ