promotional_ad

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ, ফাইল ফটো
আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আপাতত বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

২৫ মে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।


আরো পড়ুন

অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ফারুক আহমেদের

১৬ ঘন্টা আগে
ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

এদিকে এই সিরিজের মধ্য দিয়ে সুদীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।


promotional_ad



আরো পড়ুন

ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

২৫ এপ্রিল ২৫
পাকিস্তানের জার্সিতে নিদা দার, পিসিবি

এই সিরিজ খেলার জন্য আগামী ২১ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর একদিন পরই শুরু হবে এই দলের প্রথম ম্যাচটি।


এই সিরিজে এফটিপি অনুযায়ী তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যদিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে বিসিবি ও পিসিবি ওয়ানডে বাদ দিয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball