promotional_ad

জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক, ক্রিকফ্রেঞ্জি
ব্যাটিং ব্যর্থতা দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে গেছে। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। যদিও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে চলেছে বাংলাদেশের ইনিংস।

promotional_ad

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল বৃষ্টির দাপট। এদিন ৪ উইকেট হারিয়ে ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান। বাংলাদেশ এখন এগিয়ে আছে ১১২ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে কত রানের লক্ষ্য দিতে পারবে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা।


আরো পড়ুন

তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল

১৫ মিনিট আগে
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

দিনের খেলা শেষে এদিন গণমাধ্যমের সঙ্গে কতজা বলতে এসেছিলেন টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক। তিনি জানিয়েছেন জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন ৬ উইকেটে ১৮০ রান করা খুব একটা চ্যালেঞ্জিং মনে করছেন না তিনি। সেটা না হলেও অন্তত ২৭০-২৮০ রানের বেশি লক্ষ্য নিশ্চিত করতে চায় বাংলাদেশ।


promotional_ad

সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, '৩০০ (লিড) হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০ এর উপরে। আর ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকবো। আত্মবিশ্বাসী এই কারণে শান্ত জাকেরের পরে আমাদের টেল এন্ডার যারা রয়েছেন তাইজুল,হাসান তারা ব্যাট করতে পারে।'


আরো পড়ুন

বৃষ্টির দিনে শান্তর হাফ সেঞ্চুরি, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

২ ঘন্টা আগে
নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক মিলে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন, ক্রিকফ্রেঞ্জি

বৃষ্টির কারণে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায়। এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে ভালোই এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল ও শান্ত। তারা তৃতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। এর মধ্যে ভিক্টর নিয়াউচির শিকার হয়ে মুমিনুল আউট হন ৪৭ রান করে। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফিরে গেছেন মাত্র ৪ রান করে।


ব্যক্তিগত ২৬ রানেই জীবন পাওয়া শান্ত দিন শেষে অপরাজিত আছেন ৬০ রান করে। তাকে দিনের শেষদিকে এসে দারুণ সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই ব্যাটার অপরাজিত ২১ রানে। এরপর স্বীকৃত ব্যাটার একমাত্র মেহেদী হাসান মিরাজ। মুমিনুলের বিশ্বাস কঠিন সময় পাড়ি দিয়ে ম্যাচে ফিরতে পারবে বাংলাদেশ।


তিনি বলেছেন, 'আমাদের যারা দুজন ব্যাট করছে, এরপরে মিরাজ রয়েছে অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, কালকে সকালে খেলা হয়তো খুব কঠিন হয়ে আসবে। সে সময়ে ক্যালকুলেটিভ ব্যাটিং করা লাগবে, কঠিন মুহূর্তে, আমাদের যে সময়টা থাকবে সে সময়ে লম্বা সময়ের জন্য মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। আমার আর শান্তর যেমন একটা জুটি হয়েছিল সে সময় ৫০ রান কিংবা দেড়শো রানের জুটি করলে তখন তিনশ রানের লক্ষ্য সম্ভব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball