‘অধিনায়কত্ব বিসিবির বিষয়, লিটনকে আগে ফর্মে ফিরতে হবে’

ছবি: ব্যাটিংয়ে যেন ছন্দই খুঁজে পাচ্ছেন না লিটন দাস, ফাইল ছবি

সবশেষ অক্টোবরে গুঞ্জন ওঠে বাংলাদেশের নেতৃত্বে থাকতে চান না শান্ত। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করলেও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না তিনি। ফলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেই সিরিজের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শান্ত।
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন
২৭ মার্চ ২৫
ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেই তালিকায় সবার উপরেই আছেন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া লিটন। ডানহাতি ব্যাটারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকে সিরিজ জেতে বাংলাদেশ। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর লিটনের নেতৃত্বের প্রশংসা করেছেন কোচ থেকে ক্রিকেটাররা। সুজন মনে করেন, লিটন অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত আছেন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গুলশান ক্রিকেট ক্লাবের প্রধান কোচ বলেন, ‘আসলে এরা সবাই প্রস্তুত আছে, এমন না যে কেউ প্রস্তুত না। এত বছর ধরে ক্রিকেট খেলছে, লিটন বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেও। সুতরাং ওর মধ্যে যে সামর্থ্য আছে ওইটা তো আমরা জানি। এটা তো বোর্ড এবং নির্বাচক প্যানেলের.... বোর্ডই চিন্তা করবে কাকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয়া যাবে। এখন অনেকেই প্রস্তুত আছে। আমি যদি বলি তাসকিন, মিরাজ, শান্ত, লিটন। এই ব্যাচের অনেক ছেলে আছে....। যে কেউ অধিনায়ক হতে পারে। তবে আমি মনে করি লিটন বাজে চয়েজ হবে না।’

লিটনকে সবচেয়ে বড় ভয় অফ ফর্ম। ব্যাট হাতে ছন্দে না থাকায় সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে সুযোগ মেলেনি তার। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে নেই তিনি। গত বছরের শেষের দিকে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে মাত্র ১৭ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ২০২৩ সালের এপ্রিলের পর থেকে ২৪ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। যেখানে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন পাঁচটি।
এমন অবস্থায় লিটনের ফর্মে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করছেন সুজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলিনি ওকে (লিটন) অধিনায়কত্ব দিতে হবে, আমি বলেছি এটা বোর্ডের সিদ্ধান্ত। কাকে দলে নেবে কি নেবে না এটা তো আগে চিন্তা করতে হবে। সে যদি দলেই না থাকে তাহলে আপনি অধিনায়ক হিসেবে কিভাবে চিন্তা করবেন। সে ছিল না, আগে সে দলে ফিরুক। আমি এখনও মনে করি লিটন বাংলাদেশের টপ ব্যাটার।’
‘খারাপ সময় থাকতেই পারে, আমি বিশ্বাস করি লিটন ফিরবে। লিটন চেষ্টা করছে, কষ্ট করছে এবং ওর বয়স খুব বেশি হয়নি। আমি মনে করি বাংলাদেশের হয় যখন শেষ করবে অনেক উপরে গিয়েই শেষ করবে ইনশাআল্লাহ। আমি সেটা বিশ্বাস করি। হ্যাঁ, আগে লিটনকে ফিরতে হবে তারপর বিসিবি অধিনায়কত্ব দেবে কি দেবে না... যেটা বললাম আগে লিটনের বাংলাদেশ দলে ফিরে আসাটা জরুরি।’