এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

ছবি: ১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

এবার অবশ্য অপেক্ষা ফুরাতে যাচ্ছে বাংলাদেশের। সব ঠিক থাকলে ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফর করতে পারে লাল সবুজের দল। তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা তা এখনও চূড়ান্ত হয়নি।
কেপিজে হাসপাতালের সবাইকে আজীবন হৃদয়ে লালন করব: তামিম
২৯ মার্চ ২৫
তবে গুঞ্জন আছে সিরিজটি হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের সিরিজও হবে এই নর্দান টেরিটরিতেই। বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়া সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু ওই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উদযাপন করবে বলে বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হতে পারে ২০২৬ সালের অগাস্টে।
১৭ বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ হয় না ডারউইনে। তবে এবার লম্বা এই অপেক্ষা ফুরাতে চলেছে। আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবে মারারা ক্রিকেট গ্রাউন্ড। এবারের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেট শুরু হবে এই সিরিজ দিয়ে।

রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। মধ্য আগস্টে ছেলেদের ক্রিকেট মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পর। নর্দার্ন অস্ট্রেলিয়ার ডারউইন, কেয়ার্নস ও ম্যাককে ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১৪ ঘন্টা আগে
ম্যাককেতে প্রথমবার অস্ট্রেলিয়ার পুরুষ দল মাঠে নামবে। ডারউইন শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০০৮ সালে, খেলেছিল অস্ট্রেলিয়া ো বাংলাদেশ। ২০২৫-২৬ মৌসুমে সবকটি প্রদেশ ও টেরিটরিতে ক্রিকেট খেলবে ছেলেদের দল।
গত মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট খেলা ভারত নতুন মৌসুমে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে আট ম্যাচ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পার্থে ১৯ অক্টোবর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৯ অক্টোবর।
এই সিরিজের আগে অক্টোবরের শুরুতে তাসমান সাগরের অপর পাড়ের দেশ নিউ জিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়ানরা। তবে তার দিনতারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের পর শুরু হবে অ্যাশেজ সিরিজ।
৯ নভেম্বর পার্থে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রায় দেড়শ বছর পুরানো দ্বৈরথ। এই মৌসুমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সামনেও থাকবে ব্যস্ততা। সেই সূচি জানিয়ে দেওয়া হবে পরে।