কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

ছবি: মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

সেই সঙ্গে বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে ২০২৫ সালের মার্চ থেকে মুশফিককে 'বি' ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে মাহমুদউল্লাহ নিজেই চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। ফলে মার্চ থেকে তার নাম কাটা পড়বে চুক্তি থেকে।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ। আর ‘এ’ ক্যাটাগরিতে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম।
‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলে মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ‘সি’ ক্যাটাগরিতে সাদমান ইসলামের সঙ্গে আছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক।
আরও আছেন তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন শুধু দুই ক্রিকেটার। তারা হলেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। এই চুক্তি কার্যকর হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।

কেন্দ্রীয় চুক্তির তালিকা:
‘এ+’ ক্যাটাগরি- তাসকিন আহমেদ
‘এ’ ক্যাটাগরি- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম
‘বি’ ক্যাটাগরি- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা
‘সি’ ক্যাটাগরি- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী।
‘ডি’ ক্যাটাগরি- নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।