promotional_ad

লিটনই কী তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

লিটন দাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে এবং টেস্টে চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চান না তিনি। ফলে ২০ ওভারের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ফারুক আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই জানা যাবে নতুন অধিনায়কের নাম।

promotional_ad

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানকে সরিয়ে শান্তকে তিন সংস্করণের দায়িত্ব বিসিবি। অধিনায়কত্ব পেয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও দেশের বাইরে নিউজিল্যান্ড সফরে বাজিমাত করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না শান্ত। এমন অবস্থায় ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। 


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

যদিও একটা সময় তিন সংস্করণের অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাাটার। তবে সভাপতি ফারুকের চাওয়ায় ওয়ানডে এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিপিএলের সময় এসে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়েন শান্ত। নতুন অধিনায়কত্ব নির্বাচনে জাতীয় দলকে নেতৃত্ব দেয়া কয়েকজনকে বিবেচনা করছে বিসিবি। 



promotional_ad

মিরপুরে বিসিবি সভাপতির কাছে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)।’


ফারুকের ইঙ্গিতে স্পষ্ট লিটনই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। কারণ শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ডানহাতি উইকেটকিপার ব্যাটারের নেতৃত্বে সিরিজ জিতে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, তাঁর কাঁধেই তুলে দেয়া হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব। 



যদিও তালিকায় থাকতে পারেন তাসকিন আহমেদও। সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক পারফর্মারদের অন্যতম একজন ডানহাতি পেসার। সম্প্রতি বিপিএলে দুর্বার রাজশাহীকেও নেতৃত্ব দিয়েছেন তাসকিন। যেখানে তার অধীনে টানা তিন ম্যাচ জিতে সেরা চারে যাওয়ার পথও সুগম করেছিল রাজশাহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball