promotional_ad

এপ্রিলে ২ টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ক্রিকেট দল, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল চলছে। তবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটাররা ব্যস্ত এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। দুই টেস্টের সিরিজ খেলতে ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

promotional_ad

এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। মূলত ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা রয়েছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩ ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ বাড়িয়ে ৫ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ।


আরো পড়ুন

অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশের অপেক্ষায় সালমান

১ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ সম্মেলনে আঘা সালমান, আইসিসি

বাকি দুটি টেস্ট খেলতেই এবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। টেস্ট বাংলাদেশের কাছে বেশ অগ্রাধিকার পায়। তাই দুটি টেস্ট খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন নাফিস। সবকিছু ঠিক থাকলে একটি টেস্ট ঢাকায় ও অন্য একটি টেস্ট চট্টগ্রাম বা সিলেটে খেলবে বাংলাদেশ। এমনটাই আশা প্রকাশ করেছেন বিসিবির এই কর্মকর্তা।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফিস বলেছেন, 'গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম। আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।'



promotional_ad

ডিপিএলে প্রতি রাউন্ডেই খেলা রয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এই কথা ভেবেই একটি টেস্ট ঢাকাও ও অন্যটি অন্য কোনো ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যাপারে বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছেও পরামর্শ চাওয়া হয়েছে। তারা নিশ্চয়তা দিলেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নাফিস।


আরো পড়ুন

কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

১৮ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত বেন কারান, জিম্বাবুয়ে ক্রিকেট

তিনি বলেন, 'ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।'


জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে। গুরুত্বপুর্ণ এসব সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটারদের তৈরি হওয়ার সুযোগ জিম্বাবুয়ে সিরিজ। গত বছর বাংলাদেশ সফরে এসে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল জিম্বাবুয়ে দলকে। এবার টেস্টে হয়তো তারা প্রতিশোধের অপেক্ষায় থাকবে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball