বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাবেন সাকিব

ছবি: বোলিং অনুশীলনে সাকিব আল হাসান, ফাইল ফটো

ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। কর কেটে নেয়ার পর এই চার মাসের বেতনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা। ০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন সাকিব।
বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব
২৮ ফেব্রুয়ারি ২৫
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।'
গত নভেম্বরে মাসে রাজনৈতিক কারণে সাকিব এবং তার স্ত্রী'র দেশে থাকা ব্যাংক হিসাব জব্দ করেছে সংশ্লিষ্টরা। মূলত এই কারণেই বিসিবি সাকিবকে এখনো প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। দ্রুতই সাকিবের পাওনা পরিশোধ করতে চায় বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ নিয়ে ক্রিকবাজকে বলেন, ‘চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে। খেলুন বা না খেলুন, চুক্তি অনুযায়ী বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।’
সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি
২২ ঘন্টা আগে
মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি তিনি। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে।
এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। খেলছেন না ঢাকা প্রিমিয়ার লিগেও। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। এর মাঝে অবশ্য সাকিবের বোলিং অ্যাকশনও নিষিদ্ধ করা হয়েছে, দুবার পরীক্ষা দিয়েও পার পাননি তিনি।
কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। ইংল্যান্ডে ফেল করা তারকা অলরাউন্ডার ভারতের চেন্নাইয়েও পাশ করতে পারেননি। তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতার জন্য পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চে ইংল্যান্ডে পরীক্ষা দেয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।