নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৬০ রানে হারে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে দলটি হারে ছয় উইকেটের ব্যবধানে। দুটি ম্যাচেই দৃষ্টিকটু ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
বাংলাদেশের গল্পটাও অনেকটা একইরকম। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লাল-সবুজের দল হারে ছয় উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারে পাঁচ উইকেটে। আগামী ২ মার্চ এই গ্রুপটির শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।
গ্রুপের সেরা হওয়ার জন্য যখন এই দুই দল যখন মুখোমুখি হবে তার আগে ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। এই দুই দলের মধ্যে যারাই জিতুক, সেমিফাইনালে পৌঁছাবে না কেউই। তবুও টুর্নামেন্টে শেষটা 'ভালো' করতে চান আকিব জাভেদ।
পাকিস্তানের প্রধান কোচ বলেন, 'ক্রিকেটের কথা যখন আসে তখন আমরা বাইরে থেকে নির্দিষ্ট কোনও ম্যাচ দেখি। ক্রিকেটার হিসেবে আমাদের ভিন্ন ভাবে দেখতে হয়, সব ম্যাচই অনেক বেশি চাপের। আপনি যখন ব্যাটিংয়ে নামেন তখন কোনোকিছুই সহজ নয়, সবসময় আপনাকে শূন্য থেকে শুরু করতে হয়। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা বিশ্বকাপ না, বাছাইপর্বের কোনো খেলা না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা আট দল খেলে।'
'কালকের ম্যাচটা যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কেননা একবার যখন আপনি পড়ে যাবেন, আপনি তখন ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। আমি বলব কাল খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ম্যাচকে সামনে রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি এবং এগিয়ে যেতে চাচ্ছি।'