promotional_ad

‘বাংলাদেশকে বিশ্বাস করতে হবে আফগানিস্তান পারলে আমরাও পারব’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে অনুশীলন ক্যাম্পে তাসকিনরা, ক্রিকফ্রেঞ্জি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি! আইসিসির রিভিউতে কদিন আগে এমন মন্তব্য করেছিলেন রিকি পন্টিং। বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, নাজমুল হোসেন শান্তরা নক আউটে যাওয়ার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাজটা যে সহজ হবে না সেটা মনে করিয়ে দিলেন হার্শা ভোগলেও। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার অবশ্য আফগানিস্তানের কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলছেন।

promotional_ad

সাম্প্রতিক সময়ে দল হিসেবে ছন্দে নেই বাংলাদেশ। নিজেদের সবশেষ দুই ওয়ানডে সিরিজে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। উল্টো চিত্র আফগানদের ক্ষেত্রে। নিজেদের খেলা সবশেষ পাঁচ সিরিজের চারটিতেই জয় পেয়েছে তারা। যেখানে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন রশিদ খানরা। 


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

৯ ঘন্টা আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টেও আফগানিস্তানের পারফরম্যান্স আশা জাগানিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচে জয় পাওয়া আফগানরা একটুর পর সেরা চারে উঠতে পারেনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল খেলেছিল তারা। হার্শা মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদেরও এমন বিশ্বাস থাকা উচিত যে আফগানরা পারলে আমরা কেন পারব না। 


ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বাংলাদেশকে নিয়ে হার্শা বলেন, ‘আমি অবাক হবো না তারা (বাংলাদেশ) যদি এমনটা চিন্তা করে যে আফগানিস্তান সবশেষ আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে, তাহলে আমরা কেন পারব না। আশা করব তারা এভাবে চিন্তা করবে। কিন্তু তাদের জন্য এটা খুবই কঠিন গ্রুপ।’



promotional_ad

২০২৩ ওয়ানডের বিশ্বকাপের পর থেকেই নিজের সেরা ছন্দে নেই সাকিব আল হাসান। রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য তারকা এই অলরাউন্ডার। রাজনৈতিক ঘটনার পাশাপাশি বোলিংয়ে নিষিদ্ধ হওয়া সাকিবকে রাখা হয়নি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে না পাওয়ার বিষয়টি সবাইকে মানিয়ে নিতে বলছেন হার্শা। 


আরো পড়ুন

আইসিসির ‘ছাড় পাওয়া’ কোহলিকে ভাগ্যবান মানছেন শাস্ত্রী-ভোগলেরা

২৭ ডিসেম্বর ২৪
স্যাম কনস্টাসকে ধাক্কা দেয়ার পরও ভারতের দর্শকের সমর্থন পেয়েছেন বিরাট কোহলি, এএফপি

তিনি বলেন, ‘আমার মনে হয় তারা (বাংলাদেশ) তাদের সেরা খেলোয়াড়কে আর পাচ্ছে না। কয়েক বছর ধরে সে (সাকিব আল হাসান) পুরনো ছন্দেও নেই। এখন পর্যন্ত সাকিব তাদের ইতিহাসের সেরা খেলোয়াড়। যেহেতু সাকিব নেই এটার সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে।’


সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবুও অভিজ্ঞ ক্রিকেটারের বিবেচনায় খানিকটা পিছিয়েই বাংলাদেশ। দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের মতো তরুণদের বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন হার্শা। 



জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার বলেন, ‘তারা তানজিদ, তাওহীদের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার পেয়েছে। তাদেরকে বড় রান করতে হবে। বাংলাদেশ আবারও সৌম্য সরকারের কাছে ফিরেছে, তাকে খুব সম্ভবত ৪-৫ বার সুযোগ দিয়েছে। সৌম্য ভালো খেলোয়াড় কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। এরপর মুশফিক খেলবে। সৌম্য, মাহমুদউল্লাহ তারা ভালো খেলোয়াড়। গত টুর্নামেন্টে তারা দুজন খেলেনি।’


সবশেষ কয়েক বছরে দারুণভাবে উন্নতি করেছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজ এবং নাহিদ রানাকে নিয়ে গড়া পেস ইউনিট যেকোন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিতে পারেন। স্পিনে মিরাজের সঙ্গী রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তবে হার্শা মনে করেন, কাছে বড় দলকে ধসিয়ে দেয়ার সামর্থ্য আছে মিরাজের। হার্শা বলেন, ‘তাদের বোলিং লাইন আপটা ভালো। তাদের মাঝে কেউ যদি বড় দলকে ধসিয়ে দিতে পারে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball