promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘তরতাজা’ উইকেটে খেলবে বাংলাদেশ-ভারত

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে সেই ম্যাচটি। জানা গেছে, এই ম্যাচের জন্য দুটি 'সতেজ উইকেট' আলাদাভাবে রেখে দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ড।

promotional_ad

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের ম্যাচের জন্য দুটি অব্যবহৃত ও তরতাজা পিচ নির্দিষ্টভাবে সংরক্ষণ করা হয়েছে। যদিও দুবাইতে বেশ লম্বা সময় ধরেই একটানা খেলা চলেছে। গত বছর এখানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

১১ ঘন্টা আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

এরপর থেকেই বেশ কিছু বড় টুর্নামেন্ট আয়োজন করেছে দুবাই। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও কয়েকদিন আগেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিও এখানে অনুষ্ঠিত হয়েছে। আইএল টি-টোয়েন্টি লিগের সময় এই মাঠে হয়েছে মোট ১৫টি ম্যাচ।


এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচও ছিল। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সেই আসরে মাঠের ১০টি উইকেটের মধ্যে দুটিকে ইচ্ছে করেই ব্যবহার করা হয়নি। যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট তরতাজা কন্ডিশনে থাকে।



promotional_ad

একটি সূত্র এই ব্যাপারে পিটিআইকে বলেছে, ‘দুবাইয়ের মাঠে ১০টি পিচ রয়েছে। কিন্তু লিগ পর্বে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, দুটি পিচ এখন ব্যবহার করা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেগুলো তরতাজা রাখতে হবে।’


আরো পড়ুন

অক্ষরকে এখনো ডিনার করাননি রোহিত

২১ ঘন্টা আগে
রোহিত শর্মার (বামে) সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অক্ষর প্যাটেল (ডানে), ফাইল ফটো

‘অবশ্য এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না প্লে-অফে ওই দুটি ব্যবহার করা হয়েছে কিনা। মূল পরিকল্পনা ছিল পিচ বেশি ব্যবহারে যেন নিচু ও মন্থর না হয়ে যায়। তরতাজা থাকলে সেটা তখন ব্যাটার-বোলার উভয়কেই সমানভাবে সহায়তা করবে।’


সাধারণত দুবাইয়ের উইকেট পেস বান্ধব হয়ে থাকে। ফাস্ট বোলাররা সেখানে সুবিধা পেয়ে থাকেন, ব্যাটাররাও রান করতে পারেন। তবে অব্যবহৃত কিংবা তরতাজা উইকেট হলে সুবিধা আদায় করতে পারেন স্পিনাররা। স্কোয়াডে এরই মাঝে পাঁচজন স্পিনার রেখেছে ভারত।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball