promotional_ad

পাকিস্তানের বিপক্ষে জয় ও ভারতের সাথে শেষ ভালোর আশায় তালহা

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তালহা জুবায়ের, ক্রিকফ্রেঞ্জি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দুদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আইসিসির টুর্নামেন্ট হওয়ার এই টুর্নামেন্টেও বাংলাদেশের বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে। সাধারণত আইসিসির টুর্নামেন্টের উইকেট কিছুটা ব্যাটারদের অনুকূলেই থাকে। এবারও এর ব্যতিক্তম হচ্ছে না। তাই টাইগার বোলারদের পরিকল্পনা নিয়ে বোলিং করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের।

promotional_ad

সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তালহা। সেই দলের হয়েই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর জাতীয় দলের ক্যাম্পেও পেসারদের নিয়ে কাজ করেছেন ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ। তাই সামনে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলকে দেখেছেন তিনি। ফ্ল্যাট উইকেটেও টাইগার বোলারদের পরিকল্পনা ঠিক রেখে বোলিং করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


আরো পড়ুন

ট্রাভিস হেডের অধিনায়ককে উড়িয়ে আনছে খুলনা

২৯ ডিসেম্বর ২৪
উইল বসিস্তো, ক্রিকেট অস্ট্রেলিয়া

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেছেন, 'দেখুন, এখানে শুধু পেসাররা না পুরো বোলিং বিভাগ, স্পিনাররা তিনটা বিভাগেই ভালো খেলতে হবে। উইকেট ফ্লাট মানেই আপনি নেমেই রান করে দেবেন সেটাও কিন্তু না। আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, প্রতিপক্ষও আপনাকে নিয় পরিকল্পনা করে আসবে। আমরাও যদি ওইভাবে পরিকল্পনা করে আসতে পারি এবং সেটা বাস্তবায়ন করতে পারি।'


বাংলাদেশের বোলাররা প্রায় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝের দিকের ওভারগুলোতে খরুচে বোলিং করেন। এ কারণে অনেক সময়ই ম্যাচ ফসকে যায় হাত থেকে। তালহাও মনে করেন বাংলাদেশের পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করবে মিডল ওভারে তারা কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন। তাহলেই কেবল প্রতিপক্ষকে নাগালের মধ্যে রাখা যাবে বিশ্বাস সাবেক এই বাংলাদেশের পেসারের।



promotional_ad

তিনি যোগ করেন, 'আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে ওই ধরনের উইকেটে মিডল ওভারে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। আমার মনে হয় বোলাররা প্রস্তুত। কারণ মিডল ওভারে এরকম উইকেটে, এমন প্রতিপক্ষের বিপক্ষে আপনি যদি উইকেট নিতে না পারেন তাহলে কঠিন হয়ে যায় ম্যাচ জেতা। কারণ রানটা অনেক বেশি হয়ে যায়। আপনি যদি ডিফেন্ড করতে যান তাহলে ওইটা সহজ রান তাড়া হয়ে যায়। '


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৩ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচেই টাইগাররা মাঠে নামবে ভারতের বিপক্ষে। গত বেশ কয়েকবারের দেখায় ভারতের বিপক্ষে ভালো শুরু পেলেও শেষটা বাংলাদেশের অনুকূলে আসেনি। এবার বাংলাদেশের ম্যাচ জেতার আশায় আছেন তালহাও। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ। 


এমনটাই সম্ভাবনার কথা জানিয়ে এই পেস বোলিং কোচ বলেছেন, 'দেখুন, ভারতের সঙ্গে আমরা যখনই খেলি আমাদের এমন একটা আশা থাকে... আমরা যাইও ওই পর্যন্ত, শেষটা হয়ত করতে পারি না। আশা করি এবার শেষ করতে পারব। পাকিস্তানকে হারানো সম্ভব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball