promotional_ad

বিপিএলে ম্যাচ না পেয়ে ওয়ানডের প্রস্তুতি সেরেছেন শান্ত

ওয়ানডেতে ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত (ডানে), ক্রিকফ্রেঞ্জি
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি এই ব্যাটার। যদিও একাদশের বাইরে থেকে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

promotional_ad

ফরচুন বরিশালের হয়ে খেলা পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতেই এক অঙ্কে আউট হয়েছেন শান্ত, এর মধ্যে আছে একটি শূন্য রানও। অবশিষ্ট ইনিংসে ৪১ রান আসে তার ব্যাটে। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে একাদশেই সুযোগ পাননি তিনি।


আরো পড়ুন

ভুলের কারণে আমাদের খেসারৎ দিতে হয়েছে: শান্ত

২৭ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে শান্ত, আইসিসি

সেই সময়টায় ওয়ানডে ফরম্যাটকে মাথায় রেখে নিয়মিতই বাড়তি অনুশীলন করেছেন শান্ত। বরিশালের কোচিং স্টাফদের সহযোগিতাও পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। পাশাপাশি ফিটনেস অনুশীলন নিয়েও ব্যস্ত ছিলেন তিনি।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য দেশ ছাড়ার আগের দিন শান্ত বলেন, 'আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারিনি এটার ভেতর ইতিবাচক কিছু বিষয় ছিল। এই কয়েকদিন আমি নিয়মিত অতিরিক্ত ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কীভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি।'



promotional_ad

'তাই ওখানে কোচরা সাহায্য করেছেন। পাশাপাশি ফিটনেস নিয়েও আমি কাজ করতে পেরেছি। বিকেলের ওই সময়টা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে টুর্নামেন্টটা ভালো যাবে।'


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

১৪ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

এদিকে ব্যাট হাতে অনুশীলন করলেও এর মাঝে ওয়ানডে ম্যাচ খেলা হয়নি শান্তর। তবে বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে ম্যাচের দৃশ্যপটভিত্তিক অনুশীলন করেছেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটি ওয়ানডে হওয়ায় মানসিকভাবে বেশ স্বস্তিতে আছেন শান্ত।


এই ফরম্যাটে গত নভেম্বরে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এর আগের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে করেন ৬৮ বলে ৪৭ রান।



শান্ত বলেন, 'প্রথমে যেটা বলছেন যে আমার শেষ ওয়ানডের স্মৃতিটা ভালো। শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে একটা ভালো ইনিংস খেলেছিলাম। টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারিনি। যেটা বললেন সেখানে ভালো অবস্থানে নেই। শেষ বছরটা যদি দেখেন রান করেছি আমি, কিন্তু স্ট্রাইক রেট অতো ভালো ছিল না। রানের কথা যদি বলেন রান আমি মোটামুটি ভালো করেছি। কিন্তু সক্ষমতার কথা যদি বলেন, আমি মনে করি এর চাইতেও আমি ভালো ব্যাটার।'


'তো ওটা নিয়েই চিন্তা করছিলাম। ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে। অনেকদিন পর ম্যাচ খেলব, তো ম্যাচের দৃশ্যপটের অনুশীলন চলছে। গতকাল একটা ম্যাচ ছিল, আজকে একটা হবে। সামনে একটা অনুশীলন ম্যাচ আছে। ম্যাচ অনুশীলনটাও সেখানে হয়ে যাবে। তো ফরম্যাটটা আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, তো মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball