promotional_ad

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি: শান্ত

সংবাদ সম্মেলনে শান্ত, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের মাঝ পথেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল। মঙ্গলবার দলে পরিবর্তন আনার শেষ সময় ছিল। বাংলাদেশের স্কোয়াডে যদিও কোনো পরিবর্তন হয়নি। গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির।

promotional_ad

১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে বুধবার বাংলাদেশ দলের অনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


আরো পড়ুন

ভুলের কারণে আমাদের খেসারৎ দিতে হয়েছে: শান্ত

২৭ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে শান্ত, আইসিসি

তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল। এবারের লক্ষ্য নিয়ে শান্ত বলেছেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।'



promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি দলকেই সমীহ করছেন শান্ত। তিনি মনে করেন সব দলই চ্যাম্পিয়ন হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বাড়তি কোনো চাপে থাকবে না বলেও ধারণা শান্তর। নিজেদের সক্ষমতা নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব

১৩ ঘন্টা আগে
বিপিএলে ভিন্ন বরিশালের হয়ে তামিম এবং রংপুরের হয়ে খেলেছেন সাকিব

তিনি বলেছেন, 'আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে।'



দলের সবার বিশ্বাস আছে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এমনটাই জানিয়ে শান্ত বলেছেন, 'আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball