promotional_ad

ফর্ম নয়, শান্তর দৃঢ় মানসিকতায় ভরসা সিমন্সের

ভারতের বিপক্ষে একটি ম্যাচে নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই প্রত্যাশা ফিল সিমন্সের।

promotional_ad

ফরচুন বরিশালের হয়ে খেলা পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতেই এক অঙ্কে আউট হয়েছেন শান্ত, এর মধ্যে আছে একটি শূন্য রানও। অবশিষ্ট ইনিংসে ৪১ রান আসে তার ব্যাটে। লম্বা সময় ধরে অফফর্মে থাকা শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই স্বরূপে ফিরবেন বলে বিশ্বাস সিমন্সের।


আরো পড়ুন

শান্ত, মুশফিক, মিজানুর- সবার প্রতি আলাদাভাবে কৃতজ্ঞ তামিম

৮ ফেব্রুয়ারি ২৫
বিপিএলের শিরোপা জেতার পর ফরচুন বরিশালের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

বিশেষ করে ফরম্যাটটি ওয়ানডে হওয়ায় এবং মানসিকভাবে শান্ত বেশ দৃঢ় হওয়ায় আশাবাদী সিমন্স। নেতৃত্বগুণের কারণেও শান্তর ওপর বেশ কিছুটা আত্মবিশ্বাস জন্মেছে ক্যারিবিয়ান এই কোচের।


সিমন্স বলেন, 'আমি নাজমুল শান্তকে নিয়ে একটা কথা বলতে চাই, যখন সে বিপিএলে ম্যাচ খেলছিল না। তখন সে প্রায়ই এখানে আসতো এবং নিজের অনুশীলনটা করতো। সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মাঝেই থেকেছে। এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে।'



promotional_ad

'আগেই বললাম, এখানো ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি। টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। অধিনায়ক শান্ত অনেকগুলো ম্যাচ খেলেনি। মানসিকভাবে সে শক্ত আছে এবং এটাই আমরা দেখতে চাই। আমি শান্তকে নিয়ে আশাবাদী।'


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সুযোগ বেশি: পন্টিং

১২ ঘন্টা আগে
রিকি পন্টিং ও বাংলাদেশ দল

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস, যদিও সুযোগ না পাওয়ার পর বিপিএলে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে। আসরে ১১ ম্যাচে ৩৬.৮০ গড় এবং ১৪৩.১৯ স্ট্রাইক রেটে ৩৬৮ রান করেছেন এই ওপেনার। লিটন ফিরে আসার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন বলে জানিয়েছেন সিমন্স।


তিনি বলেন, 'মজার ব্যাপার হল, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।'



'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball