বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে

বাংলাদেশ
বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে
হাসান তিলকারত্নে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাসান তিলকারত্নে। দুই বছরের বেশি সময় এই দায়িত্ব পালন করে অবশেষে সরে দাঁড়ালেন তিনি। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন লঙ্কান এই কোচ।

দায়িত্ব ছাড়ার কারণে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল নারী দলের প্রধান কোচ হিসেবে তিলকারত্নের শেষ অ্যাসাইনমেন্ট। দায়িত্বের শেষটা অবশ্য রাঙাতে পারেননি তিনি। ক্যারিবিয়ান দীপপুঞ্জে দুটি সিরিজই হারে বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতলেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

শ্রীলঙ্কার জার্সিতে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলা তিলকারত্নের সঙ্গে বিসিবির প্রাথমিক চুক্তি ছিল দুই বছরের। সেই চুক্তি শেষ হয় গত অক্টোবরে। এরপরও স্বেচ্ছায় বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত দায়িত্ব চালিয়ে যান তিনি।

ওয়ানডে সিরিজটি জিততে পারলে ভারতের মাটিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারত বাংলাদেশ। ফলে বাছাইপর্ব পার করেই মূল পর্বের টিকিট কাটতে হবে জ্যোতির দলকে।

আরো পড়ুন: হাসান তিলকারত্নে