অক্টোবরে এমন সিদ্ধান্ত নেয়ার পর সপ্তাহখানের মাঝেই প্রকাশ করার কথা ছিল বিসিবির কার্যনির্বাহী কমিটির তালিকা। নানা জটিলতার কথা সামনে এনে সেই দায়িত্ব কাউকে বুঝিয়ে দেয়নি বিসিবি। অবশেষে ২৫ জানুয়ারি বিপিএল চলাকালীন এক সভায় বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে পরিচালকদের মাঝে। যেখানে ২৩ কমিটির মাঝে ২১ জনের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
সর্বোচ্চ ৩টি করে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম। একাধিক কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন নাজমুল আবেদিন, ইফতেখার রহমানসহ পাঁচজন। গুঞ্জন ছিল চারটি বিভাগের দায়িত্ব থাকতে পারে ফারুকের অধীনে। যদিও বিসিবির প্রকাশিত কমিটিতে শুধুমাত্র মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ফারুক।
বিসিবি সভাপতির সঙ্গে বোর্ডে আসা নাজমুল আবেদিনকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে। এ ছাড়া নারী ক্রিকেটও দেখবেন তিনি। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সঙ্গে আগের মতোই আম্পায়ার্স কমিটিও সামলাবেন ইফতেখার রহমান মিঠু। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল রাখা হয়েছে মাহবুব আনামকে। এটার সঙ্গে টেন্ডার কমিটির দায়িত্বও দেয়া হয়েছে তাকে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম টুর্নামেন্ট কমিটির পাশাপাশি ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবেন। ফাইন্যান্স কমিটির পাশাপাশি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে।এ ছাড়া সাইফুল আলম ডিসিপ্লিনারি কমিটি এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্বে। মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ মনজুর আলমকে।
বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কে কোন দায়িত্বে-
| বিভাগ | দায়িত্ব | 
| ক্রিকেট অপারেশন্স | নাজমুল আবেদিন ফাহিম | 
| ফাইন্যান্স কমিটি | ফাহিম সিনহা | 
| ডিসিপ্লিনারি কমিটি | সাইফুল আলম স্বপন চৌধুরি | 
| গেম ডেভেলপমেন্ট কমিটি | ফাহিম সিনহা | 
| টুর্নামেন্ট কমিটি | আকরাম খান | 
| বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি | সাইফুল আলম স্বপন চৌধুরি | 
| গ্রাউন্ডস কমিটি | মাহবুব আনাম | 
| ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি | আকরাম খান | 
| আম্পায়ার্স কমিটি | ইফতেখার রহমান | 
| মার্কেটিং ও কমার্শিয়াল | ফারুক আহমেদ | 
| মেডিকেল কমিটি | মোহাম্মদ মনজুর আলম | 
| টেন্ডার ও পারচেস কমিটি | মাহবুব আনাম | 
| মিডিয়া ও কমিউনিকেশন | ইফতেখার রহমান | 
| অডিট কমিটি | মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি | 
| নারী ক্রিকেট | নাজমুল আবেদিন ফাহিম | 
| লজিস্টিকস ও প্রটোকল | ফাহিম সিনহা | 
| সিসিডিএম | মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি | 
| ফিজিক্যালি চ্যালেঞ্জড | আকরাম খান | 
| হাই পারফরম্যান্স কমিটি | মাহবুব আনাম | 
| বাংলাদেশ টাইগার্স | কাজী এনাম | 
| ওয়েলফেয়ার কমিটি | মোহাম্মদ মনজুর আলম | 
 
             
                           
           
   
        