অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ছবি: বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলবেন বাংলাদেশের মেয়েরা, এসিসি
এবার অবশ্য সুমাইয়াদের লক্ষ্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবশেষ এশিয়া কাপের দল থেকে মাত্র দুটি পরিবর্তন আনা হয়েছে। সেই দল থেকে বাদ পড়েছেন আরভিন তানি ও মেহেরুন্নেসা।
জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
১০ ঘন্টা আগেতাদের দুজনের জায়গায় ২০ ওভারের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
১৮ জানুয়ারি বাছাই পর্ব পেরিয়ে আসা দল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্টের ফাইনাল। সবগুলো ম্যাচই হবে কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে।
বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টোয়েন্টি খেলবেন সুমাইয়ারা। ৩-৯ জানুয়ারি হতে যাওয়া সিরিজটি খেলতে ২ জানুয়ারি দেশ ছাড়বেন বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মেয়েদেরকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড- সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই- আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন্নেসা।