শীর্ষ দশে মেহেদী, ৮৫ ধাপ এগোলেন জাকের
ছবি: সিরিজসেরা শেখ মেহেদী (বামে), শেষ ম্যাচের সেরা জাকের আলী (ডানে), ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে আলো ছড়িয়ে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদী। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের হয়ে এর আগে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও সেরা দশে ছিলেন।
টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডের হতাশা ভুলতে চায় বাংলাদেশ
৯ ঘন্টা আগেমেহেদীর মতো বোলিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। একটি ম্যাচে ডানহাতি এই পেসার ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। আরেক পেসার হাসান মাহমুদ ২৩ ধাপ এগিয়েছেন তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে। আর তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৪৫ নম্বরে।
বল হাতে সময়টা ভালো গেছে রিশাদ হোসেনের। বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। ২১ ধাপ এগোনো রিশাদ বর্তমানে আছেন ১৭ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শরিফুল ইসলাম ও মুস্তাফিজ। ফলে তারা দুজনই পিছিয়ে গেছেন।
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
২৬ জানুয়ারি ২৫৭ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে মুস্তাফিজ এবং ৫ ধাপ পেছানো শরিফুল আছেন ৮০ নম্বর অবস্থানে। পুরো সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন জাকের আলী অনিক। তিন ম্যাচে ১২০ রান করে সবার উপরে ছিলেন তিনি। যেখানে শেষ টি-টোয়েন্টিতে চার-ছক্কার বৃষ্টিতে অপরাজিত ৭২ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সে ৮৫ ধাপ এগিয়েছেন জাকের।
কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। তবে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের। যেখানে চোটের কারণে ছিলেন না হৃদয় ও শান্ত। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার রিয়াদের পিছিয়ে যাওয়া অনুমেয়ই ছিল। আর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ১৭ রান করায় এক ধাপ পিছিয়ে গেছেন।