
৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি শেষ করলেন সোহানরা
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীর বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শেষ করল বাংলাদেশ 'এ' দল। আগেই ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি ছিল তাই শুধু আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ 'এ' দল। জবাবে খেলতে নেমে বল হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স।