এসএ টোয়েন্টি থেকে নাম সরিয়ে নিলেন শামসি
আসন্ন এসএ টোয়েন্টি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তাবরাইজ শামসি। তার খেলার কথা ছিল এমআই কেপটাউনের হয়ে। ব্যক্তিগত কারণে তিনি নিজেকে এই টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছেন। তার জায়গায় কেপটাউন দলে নিয়েছে অলরাউন্ডার থমাস কাবারকে।