promotional_ad

সানরাইজার্সকে হারিয়ে প্রথমবার এসএ টোয়েন্টি চ্যাম্পিয়ন রশিদের কেপটাউন

ট্রফি নিয়ে উল্লাস রশিদ খানদের, ফাইল ফটো
সাউথ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-টোয়েন্টিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। রশিদ খানের নেতৃত্বে খেলা দলটি সানরাউজার্স ইস্টার্ন কেপকে হারিয়েছে ৭৬ রানের বড় ব্যবধানে। রীতিমতো একপেশে একটি ম্যাচ খেলেছে দুই দল।

promotional_ad

শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ১৮১ রান তোলে কেপটাউন। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৫১ রান। ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান রায়ান রিকেলটন।


পরের ওভারেই অবশ্য শূন্য রানে বিদায় নেন রিজা হ্যান্ডরিকস। আরেক প্রান্তে খেলা ওপেনার র‍্যাসি ভ্যান ডার ডাসেন এ দিন একটু মন্থর গতিতে খেলেন। স্টাম্পিং হওয়ার আগে ২৫ বলে ২৩ রান করেন তিনি।


দলীয় ১১ ওভারের মধ্যে জর্জ লিন্ডের উইকেটও হারায় কেপটাউন। ১৪ বলে ২০ রান করেন তিনি। পাশাপাশি কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯ এবং ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।



promotional_ad

এতেই কেপটাউনের স্কোর কার্ডে জমা হয় ১৮১ রানের সংগ্রহ। সানরাইজার্সের হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, রিচার্ড গ্লিসন এবং লিয়াম ডওসন। জবাবে এইডেন মার্করামের নেতৃত্বাধীন থাকা সানরাইজার্স ইস্টার্ন কেপ গুটিয়ে যায় ১৮.৫ ওভারে মাত্র ১০৫ রানে।


১৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন জন অ্যাবেল। এ ছাড়া টনি ডি জর্জি ২৩ বলে ২৬, ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করেন। বাকিদের কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি।


কেপটাউনের হয়ে ২৫ রান খরচায় চার উইকেট নেন কাগিসো রাবাদা। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ড এবং জর্জ লিন্ডে। এ দিন চার ওভারে মাত্র ৯ রান খরচা করেন বোল্ট। লিন্ডে খরচা করেন ২০ রান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball