১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের এনওসি পাচ্ছেন না পাকিস্তানের ৬ ক্রিকেটার
বিপিএলের আগামী আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের। জাতীয় দলের বাইরে থাকা আরও বেশ কয়েক জন ক্রিকেটার দল পেয়েছেন বিপিএলে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের পুরো বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকায় ১২ জানুয়ারি পর্যন্ত তাদের এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।