
রিশাদে মুগ্ধ মালিক, দিলেন নাহিদের যত্ন নেয়ার পরামর্শ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ৩ ম্যাচেই নিয়েছেন ৮ উইকেট। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই স্পিনার আছেন যৌথভাবে তিন নম্বরে। বাংলাদেশের এই লেগ স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিক।