
নতুন বলে তামিম-শান্তদের আটকে দিতে চান সোহাগ গাজী
অফ স্পিনার জিসান আলমের মিডল অ্যান্ড লেগ স্টাম্পে লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বলের লাইনে যেতে না পারায় দুর্বার রাজশাহীর বিপক্ষে নিজের প্রথম ম্যাচে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরেছিলেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি।