রাজশাহী স্বয়ংসম্পূর্ণ দল, শিরোপার জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত: লামিচানে
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সন্দীপ লামিচানে। গতকালই বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সন্দীপ লামিচানে। গতকালই বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।
নেপালের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মাঠে নামেননি সন্দীপ লামিচানে। তার না খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক, কারণ কোনো ধরনের চোট বা শারীরিক সমস্যা সম্পর্কে তখন কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল এক মৌসুমই খেলা হয়েছে সন্দীপ লামিচানের। সময় সুযোগ হলে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে চান নেপালের এই লেগ-স্পিনার।