
নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষেই সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার সরে দাঁড়ানোয় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে লাল বলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। হাবিবুল বাশার মনে করেন, তাদের তিনজনের যে কেউ অধিনায়ক হতে পারেন। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, যাকেই দায়িত্ব দেয়া হোক অন্তত দুই বছরের জন্য যেন দেয়া হয়।