 
        ‘আমার কাজ পারফর্ম করা, বাকিটা নির্বাচকদের হাতে’
আবু হায়দার রনির সেঞ্চুরির বিপরীতে দ্বিতীয় দিনেই ৫ উইকেট নিয়ে রেখেছিলেন রাকিবুল হাসান। বাঁহাতি স্পিনার তৃতীয় দিনে নিলেন আরও চারটি। সিলেট বিভাগের বিপক্ষে ১৬৮ রানে ৯ উইকেট নিয়েছেন ময়মনসিংহ বিভাগের এই স্পিনার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে এমন বোলিংয়ের পর রাকিবুল জানালেন, ভালো পারফরম্যান্স করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটাই করছেন। জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সেটা পুরোপুরি নির্বাচকদের হাতে।
 
         
         
         
         
        