প্রশংসায় ভাসিয়ে হোবার্টের অধিনায়ক বললেন, ‘আমাদের রিশাদ আছে’
হোবার্ট হারিকেন্সের হয়ে ৮ ম্যাচে বোলিংয়ে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৯৬ রান করেছেন রেহান আহমেদ। একাদশের নিয়মিত সদস্য হলেও টুর্নামেন্টের শেষের দিকে পাওয়া যাবে না ইংল্যান্ডের লেগ স্পিনারকে। রেহানকে পাওয়া না গেলেও খুব বেশি চিন্তা নেই নাথান এলিসের। পুরো আসরে জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে হোবার্টের অধিনায়কের মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে এলিস তাই বললেন, আমাদের রিশাদ আছে।