সাকিব-সাইফ-নাহিদের পর টি-টেন লিগে দল পেলেন তাসকিন
আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। তাসকিন ছাড়াও আসন্ন এই লিগে খেলবেন সাকিব আল হাসান এবং সাইফ হাসান। দল পেলেও এই লিগে অবশ্য খেলা হচ্ছে না নাহিদ রানার।