কোমা থেকে জেগে উঠেছেন মার্টিন
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে গত চার দিন ধরে চিকিৎসাধীন আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। ৫৪ বছর বয়সী এই ব্যাটার ২৬ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। তারপর চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে কোমায় রাখা হয়। জানা গেছে, কোমা থেকে জেগে উঠেছেন মার্টিন।