‘কোমায়’ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। ৫৪ বছর বয়সী এই ব্যাটার ‘বক্সিং ডে’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরীক্ষার পর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।