বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি অধিনায়ক বদলালো শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ডানহাতি লেগ স্পিনারের জায়গায় ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। সব মিলিয়ে আসালাঙ্কার নেতৃত্বে ২৫ ম্যাচের ১১টিতে জয় পেলেও লঙ্কানরা হেরেছে ১২ ম্যাচে।