promotional_ad

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে মিস করবেন আসালাঙ্কা

বোলিংয়ের সময় চারিথ আসালাঙ্কা, ক্রিকফ্রেঞ্জি
টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বেশ ভালোই এগিয়ে শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষই মনে করছে শ্রীলঙ্কা।

promotional_ad

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন তিনি শ্রীলঙ্কাকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখছেন না। উল্টো তিনি মনে করেন এটি শ্রীলঙ্কার জন্য কঠিন একটি সিরিজ হতে চলেছে। এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়েই মাঠে নামছেন তারা।


আরো পড়ুন

আমরা জানি মুস্তাফিজ কতটা বিপজ্জনক হতে পারে: আসালাঙ্কা

১ জুলাই ২৫
সংবাদ সম্মেলনে চারিথ আসালাঙ্কা, ক্রিকফ্রেঞ্জি

আসালাঙ্কা বলেছেন, 'আমি এমনটা মনে করি না, কারণ বাংলাদেশ এখন টি-টোয়েন্টিতে বেশ ভালো একটা দল। ওদের দলটাও আমাদের মতোই তরুণ। আমি বলব না আমরা অনেক এগিয়ে আছি, তবে এটা আমাদের জন্য কঠিন একটা সিরিজ হতে যাচ্ছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, নিশ্চিতভাবেই।'


অবশ্য সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। এটাকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন আসালাঙ্কা। হাসারাঙ্গার বিকল্প হিসেবে কাউকে নিচ্ছে না শ্রীলঙ্কা। এই সিরিজে এই স্পিনারের শূন্যতা অনুভব করবেন বলেই জানালেন আসালাঙ্কা।


promotional_ad



আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৩ ঘন্টা আগে
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেন, 'আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে ওয়ানিন্দুর না থাকা। ও আমাদের হোয়াইট বল ক্রিকেটের সুপারস্টার বোলার। অবশ্যই ওর অভাবটা আমরা অনুভব করব। আর যে প্লেয়ারের কথা বললেন, সে অনেক ট্যালেন্টেড, ইতিমধ্যেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে। যদি ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে, তাহলে অবশ্যই ওর দলে ঢোকার সুযোগ আছে।'


সিরিজের প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে আসালাঙ্কা আরও বলেছেন, 'আমি আশা করি সিরিজটা দারুণ প্রতিযোগিতাপূর্ণ হবে। বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, আর আমার বিশ্বাস, দুই দলই ভালো খেলার চেষ্টা করবে। আমরা দারুণ একটা সিরিজ দেখব আশা করছি।'


পাল্লেকেলের উইকেট সাধারণত ব্যাটিং-সহায়ক হিসেবে পরিচিত, যেখানে বোলারদের জন্য খুব বেশি সুবিধা থাকে না। বিশেষ করে পেসারদের জন্য উইকেট থেকে তেমন সুইং বা বাউন্স পাওয়া যায় না। তবে, উইকেটের আচরণ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে এবং কিছু ক্ষেত্রে স্পিনাররাও সুবিধা পেতে পারেন।


অবশ্য আসালাঙ্কা রানে ভরা উইকেট দেখছেন পাল্লেকেলতে। তিনি পাল্লেকেলের উইকেট নিয়ে বলেছেন, 'পিচের কথা বলতে গেলে, আমার মনে হয় পল্লেকেলে ক্যান্ডির উইকেটটা আগের মতোই থাকবে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে, আর স্কোর ১৮০-এর ওপরে যেতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball