
ব্র্যাথওয়েটকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের
২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে তিনটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দল থেকে বাদ পড়েছেন সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, উইকেটরক্ষক ব্যাটার জশুয়া দা সিলভা ও মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ। তাদের পরিবর্তে চুক্তিতে জায়গা পেয়েছেন জাস্টিন গ্রেভস, শেরফান রাদারফোর্ড এবং বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।