চট্টগ্রামের ১০ উইকেটের জয়, পাত্তাই পেল না ঢাকা
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাত্তাই পায়নি ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে তানভির ইসলাম ও শরিফুল ইসলামের তোপে মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বাকি কাজটা সেরেছেন ব্যাটাররা। নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের দুইটিতে জয় তুলে নিয়েছে শেখ মেহেদীর দলটি।